ঢাকা: বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি এক পডকাস্টে বলিউড অভিজ্ঞতা ও তারকাদের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। পডকাস্টে তিনি জানান, করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সে প্রস্তাব তিনি গ্রহণ করেননি।
জয়া বলেন, “প্রস্তাব পেয়েছিলাম। আমি করিনি, তখন করা হয়নি। সৃষ্টিকর্তা বা ঈশ্বরের, সেটা হবেই।” তিনি উল্লেখ করেন, ব্যস্ততার কারণে ঢাকার সঙ্গে কলকাতার নিয়মিত যাতায়াতই তার প্রধান কারণ।
পডকাস্টে তিনি আরও জানান, বলিউডের অনেক তারকার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ দেখতে গিয়ে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের পাশে বসার সুযোগ হয়েছে তার। এছাড়া মালাইকা অরোরা, ইউসুফ পাঠানসহ অন্যান্য তারকার সঙ্গে সেলেব্রিটি ক্রিকেট ম্যাচের মাধ্যমে পরিচয় গড়ে উঠেছে।
সিএ/এমআর