বিয়ে হওয়ার পর নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবাল। এবার তারা আবার আলোচনায় এলেন আবু ধাবির শেখ জায়েদ মসজিদ পরিদর্শন সংক্রান্ত কিছু ছবি নিয়ে।
সম্প্রতি সোনাক্ষী-জাহির মসজিদে গেলে তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। তবে একটি ছবিতে দেখা যায়, দু’জনে জুতো পরে মসজিদের চত্বরে হাঁটছেন। ছবিটি প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়।
কিছুজন ছবিটি আলাদাভাবে পোস্ট করে কড়া সমালোচনা করেন। বিতর্ক তুঙ্গে ওঠার পর সরাসরি মুখ খুলেছেন সোনাক্ষী সিনহা।
তিনি বলেন, “আপনারা ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছি, ভেতরে কোনোভাবেই জুতো পায়ে ঢুকিনি। মসজিদে প্রবেশের আগে নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম। এটুকু বোধ আমাদের আছে। এবার আপনারা থামুন, নিজের কাজে মন দিন।”
সিএ/এমআর