নন্দিত অভিনেতা মোশাররফ করিম বহু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক মঞ্চেও তার কাজ প্রশংসিত হয়েছে।
তবুও মাঝে মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার চিন্তা মনে আসলেও সেই পথে হাঁটতে পারেন না এই গুণী শিল্পী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে কথা বলেন। মোশাররফ করিম জানান, “মাঝে মাঝে মনে হয় অভিনয় ছেড়ে দিতে চাই। কিন্তু ১০-১২ দিনের বেশি ঘরে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তখন বুঝতে পারি, এ ছাড়া আমি আর কিছু করতে পারি না। আসলে আমি অন্য কোনো জিনিস উপভোগও করি না।”
অভিনয়ের বাইরে তার কিছু সৃজনশীল আগ্রহও আছে, যার মধ্যে লেখালেখি এবং সাংবাদিকতার প্রতি তার বিশেষ আকর্ষণ। তিনি বলেন, “চাকরি করার কথা ভাবতে পারি না, কিন্তু লেখালেখি করতে এবং সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। অনেক আগে থেকেই ভাবতাম, তারিক আনাম খানের ইন্টারভিউ নিতে চাই। আবার আবুল হায়াতের দীর্ঘ সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছাও মাঝে মাঝে জাগে।”
সাংবাদিকতাকে মোশাররফ করিম শুধু একটি পেশা হিসেবে নয়, একটি সৃজনশীল কাজ হিসেবেও দেখেন। তিনি বলেন, “সাংবাদিকতা হচ্ছে এমন একটি সৃজনশীলতা, যেখানে একজন মানুষকে সামনে এনে তাঁর উপলব্ধি তুলে ধরা হয়। আলাপ-আলোচনা মূলত ‘আমি নিজে সমৃদ্ধ হব, আর অন্যরাও এই আলোচনা দেখে বা পড়ে সমৃদ্ধ ও আনন্দিত হবে’—এমন একটি প্রক্রিয়া। নতুন দিক সম্পর্কে জানতে পারা যায়। যদি কোনো দিন অভিনয় ছেড়ে দিতে হয়, আমি সাংবাদিকতায় যেতে পারি। আমি এই পেশাকে গভীর শ্রদ্ধায় দেখি।”
অপরদিকে, মোশাররফ করিমের আন্তর্জাতিক কার্যক্রমও চলছে। আগামী বছর যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হবে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত–দ্য সার্কেল’। মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী রেবেনা রেজা জুঁই।