চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনারস অ্যান্ড স্টার্টআপ সোসাইটি (সিইউইএসএস)-এর উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো–২০২৬। আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ এক্সপো অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইউইএসএসের সভাপতি মুশফিকুর রহমান হৃদয়। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় উদ্যোক্তা ও উদ্ভাবনী আইডিয়াগুলোকে যথাযথ দিকনির্দেশনা, মেন্টরশিপ ও বাস্তব সুযোগের সঙ্গে যুক্ত করা।
তিনি আরও বলেন, “সঠিক সহায়তা পেলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারাই আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম। এন্টারপ্রেনারস এক্সপো–২০২৬ সেই বিশ্বাস বাস্তবায়নের একটি কার্যকর উদ্যোগ।” এ আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও দেশব্যাপী আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো প্রচলিত স্টলভিত্তিক মেলা নয়; বরং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি পূর্ণাঙ্গ লঞ্চপ্যাড। এখানে উদ্ভাবনী আইডিয়া বাস্তব ব্যবসায় রূপ নেওয়ার সুযোগ পাবে। অভিজ্ঞ বিনিয়োগকারীদের অংশগ্রহণে সরাসরি নেটওয়ার্কিং, বিনিয়োগ সম্ভাবনা, মেন্টরশিপ জোন এবং শক্তিশালী উদ্যোক্তা নেটওয়ার্ক এ আয়োজনের অন্যতম আকর্ষণ।
এবারের এক্সপোতে মোট ৪৫টি স্টল থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের পাশাপাশি চট্টগ্রাম নগরের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের উদ্যোক্তারাও এতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিইউইএসএসের সাধারণ সম্পাদক সাহিব আব্বাস বাহার চৌধুরী, সহ-সভাপতি ফাতিমা আফরোজ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশরাখ পারভেজ।
উল্লেখ্য, গত বছর সফলভাবে এন্টারপ্রেনারস এক্সপো ১.০ আয়োজন করেছিল সিইউইএসএস। এবারের আয়োজনকে আরও বৃহৎ ও কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি
সিএ/জেএইচ


