চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে, যা চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট ছয়টি বিভাগ রয়েছে। এ ইউনিটে সাধারণ আসন সংখ্যা ৫১০টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ বছর আবেদন করেছেন মোট ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী।
অন্যান্য ইউনিটের মতো ‘সি’ ইউনিটের পরীক্ষাও তিনটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু।
এ বছর ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৭ নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৭ দশমিক ৫। অন্যদিকে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫, যা গত বছর ছিল ৮।
পরীক্ষায় মোট ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এর মধ্যে ইংরেজি থেকে ৪০ নম্বর, বিশ্লেষণ দক্ষতা থেকে ৩০ নম্বর এবং সমস্যা সমাধান অংশ থেকে ৩০ নম্বর নির্ধারিত রয়েছে। উত্তীর্ণ হতে হলে ইংরেজিতে ন্যূনতম ১৩ নম্বর এবং বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে আলাদাভাবে কমপক্ষে ১০ নম্বর করে পেতে হবে।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে মোট ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন কোটায় ৫৬৮টি আসন বরাদ্দ রয়েছে। তবে এ বছর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না।
এ ছাড়া এবার ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ যুক্ত করা হবে না। আগের বছরের তুলনায় এ বছর প্রায় ২০ শতাংশ আসনসংখ্যা কমানো হয়েছে। সব মিলিয়ে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী।
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি
সিএ/জেএইচ


