২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) এর সহ-সভাপতি ইব্রাহীম হোসেন রনি এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. পারভেজ।
রোববার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত ইব্রাহীম হোসেন রনির নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম হোসেন রনি শাখা সেক্রেটারি হিসেবে মো. পারভেজকে মনোনয়ন দেন।
সমাবেশের শেষ পর্যায়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি
সিএ/জেএইচ


