বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এবার দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ১০৮ শিক্ষার্থী। শুনতে রূপকথার মতো লাগলেও এই সাফল্যই বগুড়ার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের গর্ব।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনে এই কৃতিত্বের জন্য একটি বর্ণাঢ্য সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা আপ্লুত ও উচ্ছ্বসিত হন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম বলেন, ‘উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের সাফল্য সম্ভব হয়েছে বিশেষায়িত শিক্ষা কার্যক্রমের কারণে। উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা ভবন এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান শিক্ষার্থীদের গড়ে তুলতে সাহায্য করেছে। এখানে নিয়মিত ক্লাসের পাশাপাশি ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখা হয়েছে, যা পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে।’
অধ্যক্ষ আরও জানান, শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের ফলাফল হিসেবে এই অসাধারণ ফলাফল এসেছে।
জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে মোট ১,৪৭৬ জন শিক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ১,৪৭২ জন উত্তীর্ণ হন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৯৯২ জন জিপিএ-৫ অর্জন করেন। এই সফল ব্যাচ থেকেই এবার ১০৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশই মহিলা।
এরআগে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কলেজের ৪১২ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন।
সিএ/এসএ


