নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, সংস্কৃতি ও বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্নাতক ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ২৩ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা-বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খালিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বোর্ড সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. খালিলুর রহমান বলেন, শুধু বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের বারবার প্রশ্ন করতে হবে এবং সৃজনশীল শিক্ষার সঙ্গে নিজেদের যুক্ত রাখতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের নেতৃত্বেই দেশ ও সমাজের পথ আরও নিরাপদ ও সুদৃঢ় হবে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, এনএসইউর প্রতি শিক্ষার্থীদের আস্থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীরভাবে মূল্যায়ন করে। তিনি বলেন, এই আস্থাকে দায়িত্ব হিসেবে নিয়ে যত্ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলতে এনএসইউ প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এখান থেকে দায়িত্বশীল, নৈতিক ও সমাজসচেতন নাগরিক তৈরি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস)-এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিএ/এসএ


