ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দায়িত্ব গ্রহণের মাত্র চার দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক গোলাম রব্বানীর বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলা চলমান থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না জানান, পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিভাগটির প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত বুধবার, যখন বিভাগের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে সেদিনই অধ্যাপক গোলাম রব্বানীকে বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
অধ্যাপক গোলাম রব্বানী অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া এবং বিভিন্ন সময়ে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব বিষয় সামগ্রিকভাবে বিবেচনা করেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিএ/এসএ


