Home শিক্ষা ঝিনাইগাতীতে ৫৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ৫৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

0

মো: হামজার রহমান শামীম

বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, ঝিনাইগাতী উপজেলার ব্যবস্থাপনায় ৫৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ০৯ ডিসেম্বর ২০১৮ তারিখে উপজেলা রিসোর্স সেন্টার, ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়। কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী ৫টি উপদলে ভাগ হয়ে অংশগ্রহন করে। বাঘ, সিংহ, হাতি,হরিণ ্ওবং ঘোড়া নামে উপদলের নামকরণ করা হয়।

কোর্সের উদ্বোধন অনুষ্টানে এর কোর্স লিডার স্বপন কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলান্দহ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। কোরআন তেলওয়াত ও গীতা পাঠের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্কাউট সম্পাদক স্কাউটার মো: হারুন অর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কাউটার মো: হারুন আর রশীদ। প্রধান অতিথি বলেন-একটি সুশৃংখল জাতি তৈরিতে স্কাউট আন্দোলন বলিষ্ট ভুমিকা রাখতে পারে। এ আন্দোলনের মাধ্যমে নিজেদের তৈরি করে টেকসই উন্নয়নের লক্ষ্যে অগ্রনী ভুমিকা রাখতে হবে। কোর্সে মতবিনিময় করেন উপজেলা স্কাউট কমিশনার ।

প্রথমে ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন কোর্স লিডার স্বপন কুমার দাস। স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভুমি নিয়ে স্কাউটার মো: হামজার রহমান শামীম, স্কাউটের মৌলিক বিষয় কোর্স লিডার, আন্দোলনের সাংগঠনিক কাঠামো নিয়ে স্কাউটার মো: জামাল উদ্দিন আকন্দ,বিভিন্ন শাখার প্রোগ্রাম নিয়ে স্কাউটার কিরন চন্দ্র বর্মন এবং প্যাক, ট্রুপ, ক্রু মিটিং নিয়ে স্কাউটার আবুল হোসেন খান আলোচনা করেন। সর্বশেষে সমাপনী অনুষ্টানে কোর্স লিডার ও স্টাফগণ কর্তৃক অংশগ্রহণকারীগণকে সনদপত্র প্রদান করা হয়। ১ মাস পরে বেসিক কোর্সে অংশগ্রহনের আহবান জানিয়ে কোর্স লিডার কোর্সের সমাপ্তি ঘোষনা করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version