Home শিক্ষা এসএসসি ফল প্রকাশ , ১০৯ প্রতিষ্ঠানের সবাই ফেল

এসএসসি ফল প্রকাশ , ১০৯ প্রতিষ্ঠানের সবাই ফেল

0

চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৯টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৩টি।অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর শতভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৬টি বেড়েছে। রোববার প্রকাশ করা এসএসসি ও সমমানের ফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

শতভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বোর্ডের ৩টি, রাজশাহী বোর্ডের ১টি, যশোর বোর্ডর ১টি, বরিশাল বোর্ডের ৩টি, দিনাজপুর বোর্ডের ৫টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের ৯৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে।

তবে এ বছর চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা বোর্ডে শতভাগ ফেল করেছে এমন প্রতিষ্ঠান নেই। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডেও এ বছর এমন কোনো প্রতিষ্ঠান নেই।

প্রসঙ্গত, চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১০ শিক্ষ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version