Home জাতীয় ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে উত্তরায় অরবিট সায়েন্স সোসাইটির যাত্রা শুরু

ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে উত্তরায় অরবিট সায়েন্স সোসাইটির যাত্রা শুরু

0

সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে আজকের দুনিয়া, আর দুনিয়ার এই এগিয়ে যাওয়ার পিছনে নিঃসন্দেহে বিজ্ঞানের ভূমিকা সবচেয়ে বেশি। বর্তমান সময়ে যারা যত বেশি সঠিক ভাবে বিজ্ঞান চর্চা করতে পারছে তারাই দ্রুত উন্নতি করছে। আমাদের আজকের স্কুল-কলেজ এর শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ কারিগরদের যদি মানসম্মতভাবে গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই প্রয়োজন সঠিক বিজ্ঞান শিক্ষার।

স্কুল-কলেজ থেকেই ছেলে-মেয়েদের কে সঠিকভাবে হাতে কলমে বিজ্ঞান শিক্ষায় দক্ষ ভাবে গড়ে তোলার জন্য রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করল “অরবিট সায়েন্স সোসাইটি” নামে একটি সংগঠন। এই সংগঠন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করানোর মাধ্যমে বিজ্ঞানের নানান জিনিসগুলো হাতে কলমে শিখানো হবে, তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নানা রকম সায়েন্স ফেয়ার এর জন্য দক্ষ করে গড়ে তোলা হবে।

আজকের উদ্ভোধনী ক্লাস পরিচালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক কাউন্সিলর ও মাসিক বিজ্ঞানচিন্তার সম্পাদনা দলের সদস্য শিবলী বিন সারওয়ার। প্রোগ্রামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব এবং ব্যবহার এর উপর আলোচনা করা হয়। এছাড়াও বিজ্ঞানের মজার নানান রকম এক্সপিরিমেন্ট করানো হয়, যাতে শিক্ষাথীরা উৎফুল্ল হয়ে অংশ গ্রহণ করে। ছিল ‍কুইজে বিজয়ীদের জন্য আকর্ষণীয় বই গিফট। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফয়সাল আলম রিয়াদ, বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক গেমস ‘অরুণোদয়ের অগ্নিশিখা’র অন্যতম উদ্যোক্তা রাজিব হাসান, কুর্মিটোলা শাহিন কলেজ সায়েন্স ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা সাকিব সিজান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version