মার্কিন ডলারের মান বৃদ্ধির পাশাপাশি সুদের হার পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা তৃতীয় দিন কমেছে। সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও নেমেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৫.৫৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ডিসেম্বর ডেলিভারির জন্য ফিউচার স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪২.৫০ ডলারে লেনদেন হয়েছে।
রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, “ডলারের মান এখন ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যদি ডলারসূচক ১০০-এর ওপরে থাকে, স্বর্ণের দাম আরও নিচে নামতে পারে, কারণ ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে যায়।”
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী মাসে ফেড সুদের হার কমানোর সম্ভাবনা সোমবার ৬৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের ৭৪ শতাংশ থেকে কমেছে।
ফেডের নীতি নিয়ে কর্মকর্তাদের মন্তব্য বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সাময়িকভাবে সুদ কমানোর সম্ভাবনা বাড়িয়েছেন, তবে ডালাস ফেডের লরি লোগান বলেছেন, বর্তমান হার কিছুদিন স্থির রাখা উচিত। শিকাগো ও ক্লিভল্যান্ড ফেডের প্রধানরা সতর্ক করেছেন, এখনই সুদ কমালে অর্থনৈতিক ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণের দামে চাপ তৈরি হচ্ছে।
জিগার ত্রিবেদী আরও বলেন, “আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন না হলেও সামান্য পতন হতে পারে।”
সিএ/এমআরএফ


