চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার ক্ষেত্রে বিদেশি কোম্পানির সঙ্গে ২০১৯ সালে করা সরকারি-বেসরকারি অংশীদারিত্ব চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন।
গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এই টার্মিনাল সংক্রান্ত মামলায় ভিন্ন মত প্রকাশ করেছিলেন। পরে প্রধান বিচারপতি মামলাটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান।
বেশ কিছু বছর আগে, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নিউমুরিং টার্মিনালের ব্যবস্থাপনা করা হবে। তবে চুক্তির প্রক্রিয়াগত বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেছিলেন।
হাইকোর্টের এই রায় আন্তর্জাতিক এবং স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে দেশের বন্দর খাতের ওপর আস্থা বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
সিএ/এসএ


