স্বর্ণের দামের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে রুপা বিক্রি হবে ইতিহাসের সর্বোচ্চ দামে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে রুপার নতুন মূল্য ঘোষণা করে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়ানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে রুপার দর বৃদ্ধির প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দরে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট রুপা বিক্রি হবে ৬ হাজার ২৪০ টাকায়, যা দেশের বাজারে রুপার সর্বোচ্চ মূল্য। একই সঙ্গে ২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে গত ১২ জানুয়ারি রুপার দামে সর্বশেষ সমন্বয় করা হয়। সে সময় ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৪০৮ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয় ১৩ জানুয়ারি থেকে। ওই সমন্বয়ে ২১ ক্যারেট রুপার দাম ছিল ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ছিল ৩ হাজার ৬৭৪ টাকা।
চলতি বছরে এটি রুপার দামে পঞ্চম দফা সমন্বয়। এর মধ্যে তিন দফা দাম বাড়ানো হয়েছে এবং দুই দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে সারাবছরজুড়ে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার দাম বেড়েছে এবং তিনবার কমেছে।
এদিকে রুপার পাশাপাশি স্বর্ণের দামও নতুন রেকর্ড গড়েছে। ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিএ/এসএ


