বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আয়োজন করবে।
নিলামটি প্রাইসভিত্তিক হবে। এ নিলামে ২০২৫ সালের ১৯ নভেম্বর ১০ দশমিক ৩৯ শতাংশ কুপন হারে ইস্যু করা ১০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৩৫১৯১১০৮) ৩ হাজার কোটি টাকার ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। বন্ডের মেয়াদ ২০৩৫ সালের ১৯ নভেম্বর পর্যন্ত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিলামে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও প্রাইমারি ডিলারের মাধ্যমে তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য বিড করতে পারবে।
অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা বন্ড কেনার জন্য কাঙ্ক্ষিত প্রাইস এবং বন্ডের পরিমাণ উল্লেখ করে বিডে অংশগ্রহণ করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই ব্যবহার করে বিড দাখিল করতে হবে। বিশেষ কোনো পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতেও বিড করা সম্ভব।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইতিমধ্যেই প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
সিএ/এসএ


