বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়ে নতুন ইতিহাস তৈরি করেছে। সোমবার (১৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪৬৬৩.৩৭ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে দাম রেকর্ড সর্বোচ্চ ৪৬৮৯.৩৯ ডলারে স্পর্শ করেছিল।
ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৬৬৯.৯০ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ ও ইউরোপীয় দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঠেলে দিয়েছে। এতে হঠাৎ বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দর বৃদ্ধি পেয়েছে।
বিশ্ববাজারে রুপার দামও ৩.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯২.৯৩ ডলারে পৌঁছেছে। এর আগের সেশনে রেকর্ড সর্বোচ্চ ৯৪.০৮ ডলারে দেখা গিয়েছিল। নিরাপদ আশ্রয় এবং স্থিতিশীল শিল্প চাহিদার কারণে রুপার মধ্যমেয়াদি চিত্র এখনও ভালো অবস্থায় আছে। তবে সাম্প্রতিক বৃদ্ধি কিছুটা সতর্কতার প্রয়োজনের ইঙ্গিত দিচ্ছে।
অন্য ধাতুর দামের মধ্যেও উত্থান দেখা গেছে। স্পট প্লাটিনামের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২৩৪৮.৩২ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দামও ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১৮০৮.৪৬ ডলারে বেচাকেনা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নিম্ন সুদের হার এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণ ও রুপার মতো অ-ফলনশীল সম্পদ বিনিয়োগকারীদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে।
সিএ/এসএ


