আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী ব্যাংকারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ তথ্য পাঠানো হয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকাররা তাদের নিয়োগের পরই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করবেন।
দেশে এটাই প্রথমবার যখন ভোটাররা সশরীরে উপস্থিত না হয়েও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারছেন। এই ব্যবস্থার আওতায় আসছেন সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, প্রবাসী বাংলাদেশি এবং কয়েদিরা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন ও ভোট প্রদান হবে ২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত।
সিএ/এসএ


