বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করা সম্ভব হলে বছরে দেশের রাজস্ব আয় দেড় থেকে দুই লাখ কোটি টাকা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পাশাপাশি তিনি বলেন, এ ধরণের সোসাইটি গড়ে ওঠার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়াহ আইন মেনে কাজ করতে হবে, যা ব্যাংক এবং দেশের মানুষের জন্য উপযোগী হবে।
ড. আহসান এইচ মনসুর আরও জানান, শিগগিরই ইন্সট্যান্ট ইন্টার অপারেট পেমেন্ট সিস্টেমে স্থায়ীভাবে যুক্ত হবে সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্স ও মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান। ফলে প্রান্তিক পর্যায়ে হাসপাতাল, বাজার, প্রয়োজনীয় বিল পরিশোধ, মাইক্রো ফাইন্যান্স ও এসএমই লেনদেনে ‘এমক্যাশ’ ব্যবহার করা সম্ভব হবে। তিনি বলেন, এখন পর্যন্ত ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা দুই কোটি, যা এই সেবা জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গভর্নর আরও উল্লেখ করেন, ইসলামী ব্যাংকগুলোতে কিছু ক্ষেত্রে শরিয়াহ আইন লঙ্ঘন হয়েছে। এজন্য ব্যাংকগুলোকে অবশ্যই দ্রুতই ইসলামী শরিয়াহ আইন মেনে কার্যক্রম চালাতে হবে।
সিএ/এসএ


