গত ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। ওই মাসে দেশে মোট ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাপ্ত এই রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি অর্থ এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার (৭ জানুয়ারি) এ চিত্র সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিকতা বজায় থাকায় ডিসেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর মাসে সৌদি আরব থেকে দেশে এসেছে ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
শীর্ষ ১০ রেমিট্যান্স প্রদানকারী দেশের তালিকায় অন্যান্য দেশের অবস্থানও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ডিসেম্বর মাসে যুক্তরাজ্য থেকে এসেছে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, মালয়েশিয়া থেকে ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এছাড়া ইতালি থেকে এসেছে ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার, ওমান থেকে ১৮ কোটি ৪ হাজার মার্কিন ডলার, কুয়েত থেকে ১৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, কাতার থেকে ১৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এবং সিঙ্গাপুর থেকে এসেছে ১১ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
সূত্র: বাংলাদেশ ব্যাংক
সিএ/এএ


