যুবকদের হাতে বেকার ভাতা নয়, দেশ গড়ার কারিগরে পরিণত করতে চায় জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভোট বক্সে কেউ হাত দিতে এলে তা প্রতিহত করা হবে।’
রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। জনসভায় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
এ সময় তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, নারীদের অংশগ্রহণ উপেক্ষা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
জামায়াত আমীর বলেন, আগামীতে বাংলাদেশ পরিচালনার সুযোগ পেলে উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে কর্মজীবী নারীদের নিরাপদ যাতায়াতের জন্য ইভেনিং সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায়।
সিএ/এএ


