ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে নস্যাৎ করতে পরাজিত সব শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তাই তারা মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলে, আবার গোপনে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে।’ জাতীয় রাজনীতিতে এ ধরনের মোনাফিকি তিনি দেখতে চান না বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘রক্ত দিয়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দিতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে। জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কৌশল নেওয়া হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। তিনি এ বিষয়ে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন।
ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও তাঁর ছোট ভাই মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা আমির মো. তাফাজ্জেল হোসেন ফরিদ, নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিএ/এএ


