ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো. মাকসুদূর রহমান এক বিশেষ বার্তায় ভোটারদের উদ্দেশে এ তথ্য জানান।
বার্তায় তিনি বলেন, গত এক বছরে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার অলিগলি থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে তারা যে গণজোয়ার ও ভালোবাসা পেয়েছেন, তা তাদের কাছে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও সাংগঠনিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি জানান, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা, কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত মেনে চলা, উম্মাহর ঐক্য ও বৃহত্তর ইসলাহি স্বার্থ এবং ইসলামী শক্তির ঐক্য বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কোনো ভয় বা দুর্বলতার বহিঃপ্রকাশ নয়; বরং আল্লাহর সন্তুষ্টির পথে একটি কৌশলগত অবস্থান।
এর আগে দলীয় সিদ্ধান্তের আলোকে জামায়াতে ইসলামী মনোনীত আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
সিএ/এএ


