প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এই বৈঠকে অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতারা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে জানানো হয়, নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র অনুযায়ী, বৈঠকে আসন্ন নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। নির্বাচন ব্যবস্থাপনা, কমিশনের ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এনসিপির প্রতিনিধি দলে আরও থাকবেন যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ এবং নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিএ/এএ


