বিপাকে পড়েছেন এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে গিয়ে তিনি সমস্যায় পড়েছেন।
বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আবশ্যক হলো, প্রার্থীকে দেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ২৫ বছর পূর্ণ হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থন (হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ) জমা দিতে হবে। তবে আগে সংসদ সদস্য নির্বাচিত হলে এই ১% স্বাক্ষরের শর্ত আরোপিত হয় না। এছাড়া আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী, নির্দিষ্ট ফরম্যাটে ছবি ও হলফনামা জমা দিতে হয়, যা নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম অনুযায়ী পূরণ করতে হয়।
এই শর্ত অনুযায়ী তাসনিম জারা গতকাল থেকে খিলগাঁও এলাকা থেকে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। কিন্তু আজ জানা গেছে, তিনি গুরুতর সমস্যায় পড়েছেন। ভোটারদের সিরিয়াল নম্বর সংগ্রহে সমস্যার মুখোমুখি হয়েছেন, যা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অপরিহার্য। ভোটার সিরিয়াল নম্বর পাওয়ার পাঁচটি উপায় রয়েছে—এসএমএস, অনলাইনে, কল করে, কিউআর কোড ব্যবহার করে এবং ওয়েবসাইটের মাধ্যমে।
তাসনিম জারা জানিয়েছেন, ‘ওয়েবসাইটের সার্ভার ডাউন, অনলাইন ও অন্যান্য উপায়ও বন্ধ। আমি স্বতন্ত্র প্রার্থী হব, কিন্তু ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না। একদম অসম্ভব করে রাখা হয়েছে। প্রত্যেকটি পথ বন্ধ রাখা হয়েছে।’
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করতে পারা যাবে কি না, তা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সিএ/এএ


