বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি নির্বাচন কমিশনে উপস্থিত হন। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান নির্বাচন কমিশনে যান বলে দলীয় সূত্র জানিয়েছে। এ উপলক্ষে নির্বাচন কমিশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
সূত্র: দলীয় সূত্র
সিএ/জেএইচ


