জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এবং তরুণ সমাজ এক হয়ে ফ্যাসিবাদী শক্তি ও পতিত অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪—এই দীর্ঘ সময়জুড়ে এ দেশের মানুষ যে ঐতিহাসিক সংগ্রাম করেছে, আমরা সেই সংগ্রামকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
নাহিদ ইসলাম বলেন, ‘আজ ১৬ ডিসেম্বর। এই দিনে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের বার্তা হলো—পতিত ও ফ্যাসিস্ট শক্তিগুলো দেশকে অস্থিতিশীল করতে নানা অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। অথচ বাংলাদেশের মানুষ চায় স্থিতিশীলতা, চায় স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। ফলে আমাদের নিজেদের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। জনগণের মধ্যেই আমাদের সংগঠন গড়ে তুলতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘৫ আগস্টের পরের সময়টায় কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না—তখন জনগণ নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছিল। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ আবার সেই পরিস্থিতির দিকেই এগিয়ে যাচ্ছে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন হবে এক ধরনের গণভোট। ‘আগামী নির্বাচনে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে বলে আমরা আশা রাখি। এনসিপির প্রার্থীরা সংস্কারের পক্ষে “হ্যাঁ”-এর বার্তা নিয়ে শাপলা কলি প্রতীক হাতে জনগণের দ্বারে দ্বারে যাবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা সংস্কারের পথেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। ৫ আগস্টের আগের বাংলাদেশে আমরা আর কখনো ফিরে যাবো না।’
সিএ/এএ


