আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার নেতা ফজলুর রহমান, কেন্দ্রীয় নেতা শফিউল ইসলাম ও মজিবুর রহমান। বক্তারা অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময়ে আল্লাহ, রাসুল ও ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করা হলেও প্রশাসন তাদের আইনের আওতায় আনে না। বরং কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রতিবাদকারীদেরই সমালোচনার মুখে পড়তে হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। “এখানে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটূক্তি করা হলে আমরা চুপচাপ বসে থাকবো না।” তারা আরও দাবি করেন, দেশের মানুষের দিন শুরু হয় আজানের ধ্বনিতে, তাই ধর্মীয় বিশ্বাস ও আল্লাহকে নিয়ে কটূক্তি সহ্য করা হবে না।
তারা আরও বলেন, একজন স্বল্প-শিক্ষিত ব্যক্তি কীভাবে কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করার সাহস দেখায়? তাদের অভিযোগ, আবুল সরকারের বক্তব্য মুসলমানদের জন্য অগ্রহণযোগ্য এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সিএ/এমআরএফ


