ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত রোববার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তিনি জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
তিনি আরও বলেন, চিকিৎসক দলের সদস্যরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সিএ/এমআরএফ


