ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দাবি করেছেন, তাকে ফোন ও টেক্সট করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গত তিন ঘণ্টায় বিদেশি নম্বর ব্যবহার করে অন্তত ৩০ বার কল ও বার্তার মাধ্যমে তাকে হত্যার পাশাপাশি পরিবারের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, তিনি সর্বক্ষণ নজরদারিতে আছেন বলে হুমকি দেওয়া হয়েছে। তার পরিবার—মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। হাদি জানান, এসব হুমকি তাকে ভয় দেখাতে পারবে না এবং ন্যায়বিচারের দাবিতে তিনি লড়াই চালিয়ে যাবেন। তার দাবি, এক আবরার হত্যার পর দেশের ভেতর হাজারো প্রতিবাদী কণ্ঠ তৈরি হয়েছে, এবং একজন হাদি নিহত হলে তার জায়গায় আরও বহু হাদি দাঁড়িয়ে যাবে।
তিনি তার পোস্টে লেখেন, ন্যায়ের পথে লড়াই চালিয়ে যেতে তিনি আল্লাহর কাছে শক্তি ও সাহস চান। নিজের পরিবার ও সহযোদ্ধাদের নিরাপত্তা সৃষ্টিকর্তার কাছে সোপর্দ করে তিনি বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।
সিএ/এমআরএফ


