বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১৩ নভেম্বর কোনো বাকশালপন্থীকে দেশের রাজপথে নামতে দেয়া হবে না। তিনি জানিয়েছেন, যদি কেউ ওই দিনে রাস্তায় নামার চেষ্টা করে, তারা রাজপথে তাদের মোকাবিলা করবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) পল্টন মোড়ে সমমনা আট দলের সমাবেশে এই ঘোষণা দেন তিনি। সমাবেশে আলোচনা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরেই গণভোট আয়োজন, নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবি।
মামুনুল হক বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত; এক অংশ ‘৭২-এর বাকশালপন্থী’, আরেকটি জুলাই বিপ্লব পন্থী। তিনি দেশের রাজনৈতিক দল ও পক্ষগুলোর কাছে বলেন, সবাই তাদের অবস্থান স্পষ্ট করুক। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এবং জুলাই সনদ দেশের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে প্রাথমিক আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে চূড়ান্ত স্বীকৃতি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদের গণভোট ছাড়াই যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অনেক জটিলতা সৃষ্টি করবে। যারা গণভোটের আগে সনদ বাস্তবায়নের বিরোধিতা করছে, তারা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চাচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ স্বাভাবিক, তবে এখন প্রয়োজন ঐক্যবদ্ধভাবে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাড. আনোয়ারুল হক চাঁন।
সিএ/এমআরএফ


