বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের অভিযোগ করেছেন, এক দলের নেতারা দিনের বেলায় বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে, আবার রাতের বেলায় দলটির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের পোস্টে আবদুল কাদের বলেন, “মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত পনের দিনে বিশটা আসনের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন, মির্জা ফখরুল ইসলামের বাসায় একবার ধর্না দিয়েছেন।” তিনি আরও অভিযোগ করেন, আসন সমঝোতায় সুবিধা পাওয়ার কৌশল হিসেবে ওই ‘আপসহীন নেতা’ গণমাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।
কাদের বলেন, “গণঅভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বের আসনে থাকার কথা ছিল, কিন্তু খোদ ইমামরাই এখন বিশটা আসনের জন্য বসে আছেন। মুখে আপসহীনতার কথা বললেও বাস্তবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। বন্ধু বলে ব্ল্যাকমেইল, অন্যদিকে মাইনাস করা—এই মনোভাবের কারণে প্রার্থীরা বিক্রি হয়ে যেতে পারে।” তিনি ২০ আসনের জন্য চাওয়া তালিকাটি প্রকাশ না করে সতর্ক করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আবদুল কাদেরের পোস্ট দলের ভেতরের বিরোধ, নেতৃত্ব বিভাজন এবং আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সিএ/এমআরএফ


