বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, তাই দলের একক প্রার্থীর বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (২ নভেম্বর) রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসী নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। এসময় দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করেন তিনি।
তারেক রহমান জানান, শিগগিরই বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, সেই প্রার্থীর বিজয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নিজেদের মধ্যে বিভেদ নয়, ঐক্যই হতে হবে শক্তি।
তিনি আরও বলেন, “ধানের শীষ জিতলে আপনি জিতবেন, দেশ ও গণতন্ত্র জিতবে।” দল ও দেশকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তারেক বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”
বিএনপি নেতার দাবি, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে দেশের ৩০০ আসনে দলীয় ও সমর্থিত প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে বিএনপির সঙ্গে ছিলেন, তাদেরও প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী হলেও সমাজে তাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই বাস্তবতায় রাজনৈতিক ও সামাজিকভাবে নারীদের সুরক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিবের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক জাহিদ হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সিএ/এমআরএফ


