জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করতে পারে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি। তবে দেশের সব রাজনৈতিক দল ও নাগরিক ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের শক্তি নির্বাচন প্রক্রিয়া বা নতুন দেশ গঠনে বাধা সৃষ্টি করতে পারবে না।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, গণঅধিকার পরিষদ ছাত্রসমাজের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠন ও এর নেতাদের ওপর যে শারীরিক নির্যাতন হয়েছে, তা দেশবাসী মেনে নিতে পারেনি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি নির্বাচিত নুরুল হক নুরের ওপর পুলিশি ও শারীরিক নির্যাতনের ঘটনা জনগণের সহানুভূতি জাগিয়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত সমাজে নতুন সরকারের অধীনে সুশাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হওয়া উচিত। তিনি নুরুল হক নুরের ওপর সম্প্রতি যে নির্যাতন ঘটেছে, তা দেশের জন্য নিন্দাজনক। তিনি অসুস্থ ও চলাফেরায় অক্ষম অবস্থায় বিদেশ থেকে চিকিৎসা নিয়েছেন। জামায়াতে ইসলামী নুরের সুস্থতা কামনা করছে এবং গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনগুলোকে তাদের অকুতোভয় কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে।
জামায়াতের এ নেতা বলেন, জাতীয় নির্বাচনের যাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করতে হবে। তিনি সতর্ক করেন, অনেক পরাশক্তি ও দেশীয় এজেন্সি সক্রিয় হয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। ফ্যাসিবাদমুক্ত, সুষ্ঠু ও মানবিক বাংলাদেশ গঠনের পথে রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও দেশ গঠনের মূল ইস্যুতে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়ে দেশের উন্নয়নের পথ নিশ্চিত করা সম্ভব। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সমাজ নির্মাণের জন্য সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য অপরিহার্য।
সিএ/এমআর


