বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই তার ফেরার সঠিক তারিখ ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, দুইশো আসনে বিএনপির একক প্রার্থীকে শিগগিরই অনুমোদন দেওয়া হবে। দলটি আসন্ন নির্বাচনের প্রস্তুতি, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা, গণভোট ও গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনসহ নানা বিষয়ে কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট গঠনের পরিকল্পনা রয়েছে। অতীতে আন্দোলনের সময়ে যারা বিএনপির সঙ্গে যুক্ত ছিল, তাদের জোট শরিক হিসেবে রাখা হবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে জোট করলেও দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে। আরপিওতে আনা পরিবর্তন সংশোধনের জন্য বিএনপি সরকারকে চিঠি দেবে। গণভোট ইস্যুতেও সরকার ও বিএনপি মধ্যে টালবাহানা চলছে। সালাহউদ্দিন মনে করেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজন করা যৌক্তিক।
সি.এ/এমআর


