Monday, December 29, 2025
15 C
Dhaka

ডাকসু-জাকসু-চাকসুর প্রতিচ্ছবি আগামীতেও জাতি দেখবে : জামায়াত আমির

যুব ও নারী সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু, জাকসু ও চাকসুতে যুব সমাজ ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। সব জায়গায় একই চিত্র। মেয়েদের ও তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। এর প্রতিচ্ছবি জাতি আগামীতে দেখবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা-১৫ নির্বাচনী আসনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি ইসলামের ইতিহাসে নারীদের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা অভিভূত হয়ে লক্ষ্য করছি, দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে—একটি আমাদের যুবসমাজ, আরেকটি আমাদের মায়েদের সমাজ। আজ পর্যন্ত তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে। সব জায়গায় একই চিত্র—মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর; তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে।’

জামায়াতের আমির বলেন, ‘৯১ শতাংশ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরে-বাইরে কোথাও নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর কোরআন এবং রাসূলের জীবনী থেকে সেই শিক্ষা নিয়েছে যে আমাদের মায়ের জাতিকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। এই রাষ্ট্রে বাস্তব প্রয়োজনে এবং যোগ্যতা অনুযায়ী পুরুষদের পাশাপাশি মহিলারাও রাষ্ট্র গঠনে অবদান রাখবেন।’

শফিকুর রহমান বলেন, ‘ইমান, ধর্মবিশ্বাস—এসবের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের নয়। আমরা এই রাষ্ট্রের মানুষকে সম্মান করব। তারা এ দেশের নাগরিক। আমরা দেখব না সে কোন ধর্মের, কোন দলের, তার গায়ের রং কী, মুখের ভাষা কী, সে পাহাড়ে থাকে নাকি সমতলে থাকে। সে আমার ভাই, সে আমার বোন, সে এই দেশের নাগরিক—সেই হিসেবে আমরা তাদেরকে পরিচালনা করব।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আমাদের অনেকগুলো প্রাধান্য আছে। আন্তর্জাতিক সম্পর্ক আছে। এ দেশের অর্থনীতি ভাঙাচোরা, উল্টে পড়া, ধসে যাওয়া। দুর্নীতিগ্রস্ত লোকদের হাত থেকে দেশকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে তুলে দিতে হবে। সেই লোকটা আমাদের দলের হতে পারে, না-ও হতে পারে। সেই লোকটা মুসলমান হতে পারে, অন্য ধর্মেরও হতে পারে। যে এই দায়িত্বের জন্য উপযুক্ত, তার হাতে এই দায়িত্বের চাবি তুলে দেওয়া হবে। এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা গড়ে তুলতে চাই।’

জামায়াতের আমির বলেন, আমরা এমন একটি সমাজ চাইছি, যেখানে শাসকেরা জনগণের কাছে তাদের ত্রুটি ও ঘাটতির জন্য মাফ চাইবে। তারা কারও কাছ থেকে প্রশংসা চাইবে না, বাহবা চাইবে না, কোনো স্লোগান চাইবে না, যেমন “অমুক ভাই, তমুক ভাই জিন্দাবাদ”—এটা চাইবে না। তাদের অন্তর ভয়ে কাঁপবে, জনগণের এই বোঝা “আমার কাঁধে যেটা দেওয়া হয়েছে, আমি তা বহন করতে পারছি কি না”—এই ভেবে।

তিনি বলেন, যে সমাজে যুব সমাজ সিদ্ধান্ত নেয় এবং নারীরা এগিয়ে আসে, সেই সমাজ ও জাতি কখনো পরিবর্তন না হয়ে পারে না।

তিনি জামায়াতে ইসলামীর অঙ্গীকার তুলে ধরে বলেন, আমাদের প্রথম অঙ্গীকার, একটি সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো। শিক্ষা ভালো না হলে জাতি কখনো ভালো হতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড।

দ্বিতীয়ত, সমাজের প্রত্যেকটি স্তরে দুর্নীতি বাসা গেঁড়ে বসে আছে। এই দুর্নীতি থাকবে না। এজন্য যত ত্যাগ স্বীকার করতে হয়, করবো ইনশাআল্লাহ। লড়াই করবো, হিমালয়ের মতো পর্বত সমান বাধা আসলেও দুর্নীতির অস্তিত্ব যেন আসমান থেকে মাটিতে নামিয়ে আনতে পারি।

তৃতীয়ত, প্রত্যেকটি মানুষ যেন তার প্রাপ্ত হক বা ন্যায়বিচার পান, সেই ব্যবস্থা নিশ্চিত করা। এজন্য যেন আবাল-বৃদ্ধ, বনিতা, নারী ও শিশু কাউকে চেষ্টা করতে না হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আওয়ামী লীগের ভোট পেতে চায় জাতীয় পার্টির দুই অংশই

হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি আবারও বিভক্ত। জুলাই...

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে...

বিএনপির এক নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ

বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান...

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াহাকায় যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে...

জুড়ীতে রহস্যজনকভাবে মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের জুড়ীতে বসতঘরের আড়ায় এক ওড়নায় গৃহবধূ মরিয়ম আক্তার...

ডিসেম্বরের ২৭ দিনে যে ৭ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

ডিসেম্বর মাসের প্রথম ২৭ দিনে দেশে মোট ২৭৫ কোটি...

কুয়াশা ও ঠাণ্ডায় বিপর্যস্ত রাজধানীর জনজীবন

রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে...

সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে...

শহীদ ওসমান হাদির পরিবারের সিদ্ধান্ত

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির...

আটা ও প্রাকৃতিক উপাদানে ত্বক উজ্জ্বল করা

ফর্সা ত্বক চাওয়া আজকাল অনেকের মধ্যে সাধারণ আকাঙ্ক্ষা। তাই...

মেহেদি ও প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন

শুকনো বা ফাঁকা মাথার চুল ঢাকার জন্য অনেকেই মেহেদি...

নারায়ণগঞ্জে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রদল নেতা রাকিব হত্যাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলার...

হাদি হত্যাকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি: নির্বাচনী অস্থিরতা ও প্রতিরোধ

বাংলাদেশ বর্তমানে গণতন্ত্রের এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে...
spot_img

আরও পড়ুন

আওয়ামী লীগের ভোট পেতে চায় জাতীয় পার্টির দুই অংশই

হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি আবারও বিভক্ত। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচনের আগে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে দলের একাংশ ভেঙে নতুন জাতীয় পার্টি গঠিত...

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা...

বিএনপির এক নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ

বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং লেখক এফ এম রাশেদুল হক মল্লিকের (মারুফ মল্লিক) বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ...

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। ইতোমধ্যে তিনজনকে আটকও করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে সিএনজি অটোরিকশার ভেতর তাকে ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমানকে হামলা করা হয়। গুরুতর...
spot_img