বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত দেশের আগামী জাতীয় নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠকে গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। অন্যদিকে, বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, “জাতিসংঘ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এ লক্ষ্যেই তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আজকের বৈঠকও সেই প্রক্রিয়ার অংশ।”
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও কূটনৈতিক মহলের মধ্যে এমন বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সিএ/এমআরএফ