নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। শনিবার এক বিজ্ঞপ্তিতে ইসি এ নির্দেশনা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের নিকট ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছালে কেবল তা গণনায় অন্তর্ভুক্ত হবে।
ইসি সতর্ক করেছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের নিকট ব্যালট পৌঁছানো নাও হতে পারে। তাই প্রবাসী ভোটারদের অনুরোধ করা হয়েছে, তারা সময়মতো ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠান।
এবারের নির্বাচনেই দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক—সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং কয়েদীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ১২০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও ভোট প্রদান করবেন। মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজারের বেশি।
নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের ভোটগ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করবে।
সিএ/এএ


