দেশের আট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ জানুয়ারি তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে যেসব আটজন উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করা হয়েছিল, তাদের সেই বদলির আদেশ বাতিল করা হলো।
এর আগে নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে এসব ইউএনওর রদবদল করা হয়। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বদলির আদেশ বাতিলের সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাররা নিজ নিজ কর্মস্থলেই বহাল থাকছেন। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
সিএ/এএ


