ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন নদী অববাহিকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, শীত মৌসুমের প্রভাবে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘন কুয়াশার কারণে কোনো কোনো এলাকায় দৃষ্টিসীমা ৩০০ মিটার বা তারও কমে আসতে পারে। এতে নৌযান চলাচলে ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় দেশের নদী অববাহিকায় চলাচলকারী সব ধরনের নৌযানকে ধীরে ও সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় নদীবন্দরগুলোতে কোনো ধরনের সতর্ক সংকেত দেখাতে হবে না বলে জানানো হয়েছে।
সিএ/এএ


