এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সরকারের ঘোষণার আলোকে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে সাড়ে ৭ শতাংশ হারে ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা যুক্ত করা হয়েছে। নতুন এই সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি মাসের বেতনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মরত রয়েছেন। এর মধ্যে স্কুল রয়েছে ১৭ হাজার ২০৩টি এবং কলেজ রয়েছে ২ হাজার ৬২২টি। এসব প্রতিষ্ঠানে মোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন।
ডিসেম্বর মাসের প্রথম ধাপে স্কুল পর্যায়ে ৩ লাখ ১২২২ জন এবং কলেজ পর্যায়ে ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারীর জন্য জিও জারি করা হয়েছে। এই জিওর আওতায় মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের লট ১-এর বেতন ও ভাতাদির সরকারি অংশ হিসেবে মোট এক হাজার ৩৫ কোটি ২৩ লাখ চারশত সাতাশ টাকা চার পয়সা ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
জানা গেছে, এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয়ের অনুমোদন শেষে সংশ্লিষ্ট জিও জারি করা হয়।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি
সিএ/এএ


