জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান।
ইসি জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন অঞ্চলের জন্য নিযুক্ত হয়েছেন। খুলনা অঞ্চলে দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ। ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা, ময়মনসিংহ অঞ্চলে সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, বরিশাল অঞ্চলে সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন এবং সিলেট অঞ্চলে সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ দায়িত্বে থাকবেন।
ঢাকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন সহকারী পরিচালক জাকির মাহমুদ। রংপুর অঞ্চলে সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ, চট্টগ্রাম অঞ্চলে সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন, রাজশাহী অঞ্চলে সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী এবং কুমিল্লা অঞ্চলে সহকারী পরিচালক মো. ইকরামুল হাসান দায়িত্ব পালন করবেন।
প্রয়োজন হলে নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ ইমেইলেও পাঠানো যাবে। নির্বাচন কমিশনের দুটি ইমেইল ঠিকানা হলো- [email protected]
এবং [email protected]
সূত্র: নির্বাচন কমিশন
সিএ/এএ


