গোলাম আযমকে জাতির শীর্ষ সন্তান বলা হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, গোলাম আযমসহ তার সহযোগীদের যদি জাতির শীর্ষ সন্তান হিসেবে বিবেচনা করা হয়, তাহলে তা বীর মুক্তিযোদ্ধাদের সরাসরি অপমানের শামিল।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘গোলাম আযমসহ তার সহযোগীরা যদি জাতির শীর্ষ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে।’
মির্জা আব্বাস আরও বলেন, “ ’৭১-এর সঙ্গে ’২৪-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনাও নেই।” তার মতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের সঙ্গে অন্য কোনো সময় বা ঘটনার তুলনা টানা অবান্তর।
বিজয় দিবস ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক চিন্তা ভাবনা সবকিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় দিবস আমরা আগে কখনো পাইনি।’”
স্বাধীনতার পর দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আশা করেছিলাম স্বাধীনতার পর আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশে গড়ার। আওয়ামী লীগ এসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।”
আগামী নির্বাচনের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সামনে যে দিনগুলো আসছে—এই নির্বাচনে আমরা আশা করছি, যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’”
দলীয় নেতাদের প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি আসছেন আগামী ২৫ তারিখে। আমরা তার সুস্থতা কামনা করছি।”
সিএ/এএ


