বিশ্বের ১২৭টি দেশের শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দশম অবস্থানে। আন্তর্জাতিক বায়ুগুণমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দক্ষিণ এশিয়ার একাধিক শহর শীর্ষে জায়গা করে নিয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, সকাল ১০টা ৩৩ মিনিটে দিল্লির বায়ুর মান ছিল ৩১৬। এই স্কোর আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত। উচ্চমাত্রার এই দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের দুটি বড় শহর করাচি ও লাহোর। উভয় শহরের বায়ুগুণমান সূচক ছিল ২০০, যা অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে। এই স্কোরে দীর্ঘ সময় বসবাস করলে শ্বাসযন্ত্রসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
চতুর্থ অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির বায়ুগুণমান সূচক ছিল ১৮৩, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দশম, যেখানে বায়ুর মানের স্কোর ছিল ১৫৫। এই স্কোরও অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ।
আইকিউএয়ারের বায়ুগুণমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় বলে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় বায়ুর মান।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে বায়ুর মানকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করতে পারে।
সিএ/এএ


