ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কঠোর অবস্থানে গেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী— তফসিল ঘোষণার পর যেসব সম্ভাব্য প্রার্থী আগাম নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ, প্যান্ডেলসহ বিভিন্ন প্রচার সামগ্রী টাঙিয়েছেন, সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। কমিশন জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে নির্বাচনী আচরণবিধি অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি পাঠিয়ে এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। চিঠিতে উল্লেখ করা হয়— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে তফসিল ঘোষণা কার্যক্রম চলমান রয়েছে। সম্ভাব্য প্রার্থীদের টাঙানো পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, আলোকসজ্জা বা যেকোনো ধরনের প্রচার সামগ্রী নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করতে হবে।
এ বিষয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন। ইসির মতে— নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ না করা হলে সেই অবস্থার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করছে ইসি। নির্দেশনা অনুযায়ী, ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সব আগাম প্রচার সামগ্রী সরাতে হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন— নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীর প্রচার সামগ্রী পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এএ


