‘বাংলাদেশ রেলওয়ের রোলিংস্টক ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ উন্নয়ন’ প্রকল্পের আওতায় লোকোমোটিভ রক্ষণাবেক্ষণকর্মীদের দক্ষতা বাড়াতে দক্ষিণ কোরিয়ায় বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দক্ষিণ কোরিয়া সরকারের অনুদানে পরিচালিত এ প্রকল্পের অংশ হিসেবে রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন।
সোমবার (৮ ডিসেম্বর) তারা ঢাকা ত্যাগ করবেন। প্রশিক্ষণে বিভিন্ন লোকোমোটিভ কারখানা ও লোকোসেডের ১০ জন কর্মী এবং সমন্বয়ক হিসেবে দুজন কর্মকর্তা অংশ নিচ্ছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ দক্ষিণ কোরিয়ার বুশান শহরের কোরিয়া রেল ওয়ার্কসপে অনুষ্ঠিত হবে। প্রকল্পটি সম্পূর্ণভাবে দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় এর আগে পাহাড়তলী ডিজেল ওয়ার্কসপে দুই দফায় মোট ৬০ জন কর্মী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। কোরিয়ান প্রশিক্ষকরা প্রশিক্ষণ শেষে পরীক্ষা নেন এবং মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশ রেলওয়েকে জমা দেন। সেই মূল্যায়নের ভিত্তিতেই এবার বিদেশ প্রশিক্ষণের জন্য অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়েছে।
সিএ/ইরি


