জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তা করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
ট্রাইব্যুনাল–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে অভিযোগ (চার্জ) দাখিল করা হবে।
সূত্র বলছে, ওই সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারী ও সাধারণ মানুষের ওপর চালানো সহিংস অভিযানে প্রযুক্তিগত সহায়তার অভিযোগ রয়েছে জয়ের বিরুদ্ধে। মামলা রাষ্ট্রপক্ষ টেকনিক্যাল ডাটা, নির্দেশনা ও সার্ভিস শাটডাউন–সংক্রান্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করবে বলে জানা গেছে।
আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হলে সজীব ওয়াজেদ জয়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।


