লিবিয়া থেকে আরও ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে তারা বুরাক এয়ারলাইন্সের ইউজেড ২২২ ফ্লাইটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লিবিয়া থেকে ফেরত আসা এই ১৭৩ জনের মধ্যে মূলত শ্রমিক ও দীর্ঘদিন ধরে বিদেশে থাকা বাংলাদেশিরা রয়েছেন। তাদের প্রত্যাবাসন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় সম্পন্ন হয়েছে। আগের মতোই আইওএম বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার সব প্রক্রিয়া তদারকি করেছে।
বিমানবন্দরে পৌঁছানোর পর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য প্রটোকল অনুসরণ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের পারিবারিক যোগাযোগ এবং গৃহস্থালিতে নিরাপদভাবে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সমন্বয়ও করা হয়েছে।
এর আগে, লিবিয়া থেকে বাংলাদেশে ফেরত আসা নাগরিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম নিয়মিতভাবে প্রত্যাবাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রবাসীরা প্রাথমিকভাবে মানসিক ও শারীরিক সহায়তা গ্রহণ করেন এবং দেশে ফেরার পর তাদের পরিবারে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
সিএ/ইরি


