নির্বাচনে অপপ্রচার, গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনলাইনভিত্তিক ষড়যন্ত্র, ভুল তথ্য প্রচার, বিভ্রান্তি ও নির্বাচনী পরিবেশ নষ্টের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে নজরদারিতে আনা হবে।
ইসি সচিব বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেবে, আর নির্বাচন কমিশন এখান থেকে সার্বিক মনিটরিং করবে। সাইবার সিকিউরিটি মনিটরিং সেল মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ দমন ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে—কেন্দ্রভিত্তিক বাহিনী, মোবাইল টিম এবং সেন্ট্রাল রিজার্ভ ফোর্স। পাশাপাশি থাকবে সাইট ট্র্যাকিং ইউনিট। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এনটিএমসি-এর বিশেষ প্রযুক্তি ও অ্যাপ ব্যবহার করে সন্দেহজনক কার্যক্রম ধরা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিম কতগুলো কেন্দ্র তদারকি করবে তা সংশ্লিষ্ট বাহিনী নিজেই নির্ধারণ করবে বলে জানান তিনি। পাশাপাশি চিহ্নিত সন্ত্রাসী ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ওপর কড়াকড়ি নজরদারি চালানো হবে।
এদিকে, নির্বাচন ঘিরে অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে আগেই সতর্ক করেছিল বিভিন্ন নিরাপত্তা সংস্থা। মনিটরিং সেল গঠনের উদ্যোগ এ ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
সিএ/এমআরএফ


