শনিবার বিকেল সাড়ে ৬টার পর ঢাকাসহ আশেপাশের এলাকায় হঠাৎ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও ঢাকাসহ নিকটস্থ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
গতকাল, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভূমিকম্পের কম্পন মাঝে মাঝে স্বাভাবিক হলেও জনসাধারণকে সতর্ক থাকা ও জরুরি প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সিএ/এমআরএফ


